শিয়াল জবাইয়ের অপরাধে কলাপাড়ায় এক ব্যক্তিকে জরিমানা

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বনের পাতি শিয়াল জবাইয়ের অপরাধে মো. জহিরুল (৩৫) নামের এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামের ওই ব্যক্তিকে এ জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দিয়েছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, ওই ব্যক্তি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৬, ১০, ১২ ধারা লঙ্ঘন করে একটি শিয়াল জবাই করেন। এ অপরাধের জন্য ওই আইনের ৩৯ ধারায় বর্ণিত শাস্তি অনুযায়ী তাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও বলেন, শিয়াল উক্ত আইনের ১ নম্বর তফসিলভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী। এই প্রাণী শিকার, জবাই, বেচাকেনা, পরিবহন কিংবা হস্তান্তর সম্পূর্ণ নিষিদ্ধ এবং তা শাস্তিযোগ্য অপরাধ। এর আগে জহিরুল শিয়ালটি জবাই করার দৃশ্য ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি প্রশাসনের নজড়ে আসেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *