গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতিকে অবরুদ্ধ ও হামলার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখা, দলীয় নেতাকর্মীদের উপর দফায় দফায় হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

সোমবার (১৬ জুন) দুপুর ২ টায় মহিপুর থানা শাখার উদ্যোগে কুয়াকাটার চৌরাস্তায় এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে গণ অধিকার পরিষদ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তব্য রাখেন মহিপুর থানা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোয়াজ্জেম মুসল্লি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. বশির খান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর।

এছাড়াও উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, থানা ছাত্র অধিকার পরিষদ নেতা এস.এম. ইমরান আল-আব্দুল্লাহ, আহম্মেদ জুলহাস ওইয়াছিন আরাফাত কুয়াকাটা পৌর ছাত্র অধিকার পরিষদ নেতা জহিরুল ইসলাম জহিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ‘গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকার রক্ষায় কাজ করা একটি সংগঠনের কেন্দ্রীয় নেতার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। গলাচিপায় বিএনপি’র লোকজন পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গণ অধিকার পরিষদের কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’ তারা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *