বেইলি রোডে অগ্নি দুর্ঘটনার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। শনিবার (২ মার্চ) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা করার সময় এ মন্তব্য করেন চুন্নু।
স্পিকারের মনোযোগ আকর্ষণ করে চুন্নু বলেন, দেশের জনগণ ট্যাক্স দেয় সরকার পরিচালনার জন্য। সরকারের দায়িত্ব হলো নাগরিকের নিরাপত্তা প্রদান করা। সরকারের ছয়টি সংস্থার ক্লিয়ারেন্স লাগে এসব ভবন তৈরির জন্য। বেইলি রোডে এতগুলো মানুষের মৃত্যুর দায় সরকারের সংস্থাগুলো এড়াতে পারে না। বেইলি রোডের ঘটনা তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান চুন্নু।
বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা তুলে ধরে তিনি আরও বলেন, দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। রাজধানী ঢাকায় যত অনুমোদনহীন বাণিজ্যিক স্থাপনা রয়েছে, সেগুলো বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ারও দাবি জানান মুজিবুল হক চুন্নু।