রাসেল মোল্লাঃ পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের খেপুপাড়া সরকারি মডেল স্কুলের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে
ওঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। বন্ধ করা হয়েছে ইট, বালু ও পাথরের ব্যবসা । শনিবার দুপুরে উচ্ছেদ করে আন্দারমানিক নদীর তীরে ঐই জায়গাটিতে “কেন্দ্রীয় শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র” নামে একটি নান্দনিক শিশু পার্ক গড়ে তোলার ঘোষনা দিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো.জাহাঙ্গীর হোসেন।জানা যায়,দীর্ঘ দিন যাবৎ খেপুপাড়া সরকারি মডেল স্কুলের সামনে অবৈধ ভাবে
ইট, বালু ও পাথরের ব্যবসা করে আসছে কতিপয় ব্যবসায়ী। অবৈধ ভাবে গড়ে তুলেছেন দোকান ঘর। স্কুলের সামনে এ ব্যবসার কারনে দক্ষিনা বাতাসের সাথে
বালু উড়ে গিয়ে স্কুলের প্রায় ১৪ শত শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতি হয়। বিভিন্ন অভিযোগের কারনে এসব প্রতিষ্ঠান মালিকদের ব্যবসা সড়িয়ে নেয়ার জন্য উপজেলা প্রশাসন নোটিশ করেন। তারা না মানিয়া বীরদর্পে ব্যবসা পরিচালনা করে আসছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের উচ্ছেদ অভিযানে তিনটি দোকান ঘর ভেঙ্গে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় বালুর ব্যবসা। স্থানীয় এবং স্কুলের শিক্ষক,শিক্ষার্থীরা জানান,স্কুলের সামনে সরকারি জায়গা দখল করে ইট,বালুর ব্যবসা করে অসছে। এতে শিক্ষার্থীদের অনেক সমস্যা হতো। দীর্ঘদিন পর এ সমস্যা থেকে পরিত্রান পেয়েছেন তারা