কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, আগামী দিনে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমরা এবং দেশের মানুষ বিশ্বাস করে বিএনপি ক্ষমতায় যাবে, ইনশাআল্লাহ । আর বিএনপি ক্ষমতায় গেলে আমাদের নেতা জনাব তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। তাই এই এলাকার উন্নয়ন করতে ধানের শীষের প্রার্থী কে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।’ মোশাররফ হোসেন আরো বলেন, ‘ আমরা আল্লাহ তায়ালার ওপর বিশ্বাস রাখি। কোরানকে এবং আল্লাহর রাসুলকে বিশ্বাস করি। আমরা ধর্মভীরু। আমাদের সাধারণ ভোটারদের দুই টা দল ধর্মের দোহাই দিয়ে ভোট চায়। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ পাখা কিংবা দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি নবী পাবেন ভোট, কিংবা বেহেশতে যাওয়া যায়- ভোটের জন্য এমন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’ এর থেকে সবাই কে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আজ শনিবার বিকেলে ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মাঠের এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
মোশাররফ হোসেন আরো বলেন, ‘ চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীক থেকে সারা দেশে একটা আসন জিততে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে। তারা আবার দেশের উন্নয়ন করতে চায়।’ তিনি এসময় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রতিশ্রুতি দেন আগামী দিনে এলাকার সকল ধরনের উন্নয়ন করার।
আসন্ন সংসদ নির্বাচন কে সামনে রেখে ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই গণসমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মো. নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ডালবুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হক।




