সাংবাদিক রাসেল মোল্লার মায়ের মৃত্যুতে কলাপাড়ায় শোকের ছায়া

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ধ্রুববাণী ও পটুয়াখালী টাইমসের প্রতিনিধি সাংবাদিক রাসেল মোল্লার মা মোসা. রেনু কাশেম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৪ মে) সকাল ৯টা ৪৫ মিনিটে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গল-সুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন স্ট্রোকজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৭ পুত্র, ৬ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কলাপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।

মোসা. রেনু কাশেমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সাবেক এমপি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুছা তাওহিদ নান্নু মুন্সী, বিএনপি নেতা হাজী নুরুল হক মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নাসির খন্দকার।

এছাড়াও কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস.এম মোশাররফ হোসেন মিন্টু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক এস.কে রঞ্জন, সদস্য সচিব আহমেদ পাশা তানভীর, সাবেক সভাপতি এইচ.আর. মুক্ত, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. জেড এম কাওয়াস, সাধারণ সম্পাদক এস.এম আলমগীর হোসেন, পটুয়াখালী টাইমসের সম্পাদক মো. নুরুজ্জামান ও মহিপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বীসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *