মো.শামসুল হক, মির্জাগঞ্জ প্রতিনিধি: ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে। কিন্তু তার প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়ে গেছে। তারা দেশকে বার বার অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যেগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে তিনি আরো বলেন, ভারতের প্লান ‘এ’ ছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারকে ২০৪১ সাল পযর্ন্ত ক্ষমতায় টিকিয়ে রাখা। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে আনসার সদস্য দিয়ে প্লান বি বাস্তবায়নের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ভারত। এখনও শেখ হাসিনার প্রেতাত্মারা বসে নেই। তার সন্ত্রাসী অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ দিয়ে দেশে চুরি, ডাকাতি রাহাজানি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রেখেছে। এ জন্য বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে এবং পুলিশ বাহিনীকে সর্বাত্মক সহযোগীতা করার আহবান জানান তিনি।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বাযেজিদ পান্না।
এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি জাফর ইমাম সিকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন তপন, বর্তমান সাধারণ সম্পাদক শরীফ সালাউদ্দিন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মোহসিন উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির প্রমূখ। এছাড়াও জেলা,উপজেলা,ইউনিয়ন বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।