ভারতে এক দিনে করোনা আক্রান্ত ২৭২

ভারতে এক দিনে ২৭২ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন সাব-ভ্যারিয়েন্ট। তবে কারও মৃত্যু হয়নি, এমনটা নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ৮টায় সবশেষ বিবৃতি প্রকাশ করা হয়। সে অনুসারে, সক্রিয় সংক্রমণ কমেছে দুই হাজার ৯৯০টি। এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪১৪ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, রোববার সকাল আটটা পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৪ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ২৬৯ জন করোনা-রোগী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *