ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে মাওলানা লুৎফুর রহমান

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, প্রখ্যাত আলেমেদ্বীন ও মুফাসসিরে কুরআন রামগঞ্জ তথা লক্ষ্মীপুরের কৃতী সন্তান মাওলানা লুৎফুর রহমান হুজুর ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

গতকাল সকাল পৌনে ১০টায় রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন বলে নিশ্চিত করেছেন ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।

তিনি জানান, বাবা মাওলানা লুৎফুর রহমান গতকাল সকাল পৌনে ১০টায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হসপিটাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সে মাওলানা লুৎফুর রহমানকে নিয়ে ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হসপিটালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। তিনি আরো জানান, ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তার বাবা।

বুধবার মেজর ব্রেনস্ট্রোক করেছেন। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফুর রহমান পাঁচ মেয়ে ও দুই ছেলের জনক। পরিবারের পক্ষ থেকে তার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *