বিশ্ব ইজতেমায় চলছে দ্বিতীয় দিনের বয়ান

টঙ্গীর তুরাগ নদের তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। শনিবার (৩ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরে হিন্দিতে আম বয়ান করেন ভারতের শীর্ষ মুরুব্বী মাওলানা আব্দুর রহমান। তার বয়ান বাংলায় তরজমা করে দেন মাওলানা মতিন।

শীতের মধ্যেই ইজতেমা ময়দানে গত কয়েকদিন ধরে লাখো মুসল্লি অবস্থান করছেন। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা আত্মশুদ্ধি, পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিহত, বক্তব্য শুনছেন।

আজ জোহরের নামাজের পর মাওলানা ইসমাইল গোধরা বয়ান করবেন। এছাড়া আসরের নামাজের পর আয়োজকদের পক্ষ থেকে যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে। এরপর মাগরিব নামাজের পর বয়ান শুরু হয়ে চলবে এশার নামাজ পর্যন্ত।

এদিকে গতরাতে ইজতেমা ময়দানে আরও তিনজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। ইজতেমা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৭ জন মুসল্লির মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, রোববার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। অপরদিকে, আগামী ৯ ফেব্রুয়ারী শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *