পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীকে গুলি করে হত্যা

পাকিস্তানে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের ওই প্রার্থীর নাম রেহান জায়েব খান। খবর রয়টার্সের।

প্রতিবেদনে জানা যায়, বুধবার (৩১ জানুয়ারি) আফগানিস্তানের সীমান্ত লাগোয়া উপজাতি অধ্যুষিত বাজুর জেলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত প্রার্থী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত প্রার্থী ছিলেন বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল আলোচিত তোশাখানা মামলায় পিটিআই প্রধান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির মামলায় তাকে এই কারাদণ্ড দেয়া হয়েছে।

রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারের বিশেষ আদালতে হয় এই রায়। রায়ে ৭৮ কোটি ৭০ লাখ রুপি করে জরিমানাও করা হয় ইমরান ও বুশরাকে। তবে আজকের শুনানিতে ইমরান উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন বুশরা বিবি।

এর আগে গত বছর আগস্টে, দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেয়া হয় ইমরান খানকে। তখন থেকেই কারাভোগ করছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *