পটুয়াখালী-১ : জাপার রুহুল আমিন বিজয়ী

পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি মনোনীত ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদার বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ৫৪ হাজার ৬৩৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) ১৫৯টি কেন্দ্রে থেকে আসা ফলের ভিত্তিতে অন্যান্য প্রার্থী থেকে এগিয়ে আছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল)। লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৫০৮ ভোট পড়েছে। রুহুল আমিন হাওলাদারের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেস প্রার্থী নাসির উদ্দিন তালুকদার (ডাব) ২৬ হাজার ৮৭৪ ভোট পেয়েছেন। সে হিসেবে।

বেসরকারিভাবে পটুয়াখালী-১ আসনে নির্বাচিত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল)।

পটুয়াখালী সদর, দুমকি এবং মির্জাগঞ্জ এই তিন উপজেলা নিয়ে পটুয়াখালী ১-আসন। এই আসনের মোট ভোটার সংখ্যা ছিল চার লাখ ৭৩ হাজার ২৫৬ জন।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *