টিকটকে প্রেমের পর মাদারীপুরে ইন্দোনেশীয় তরুণী, ধুমধাম করে হলো বিয়ে

ইন্দোনেশীয় তরুণী ইফহা। টিকটকের মাধ্যমে ইফহার সাথে সিঙ্গাপুরে পরিচয় হয় বাংলাদেশী তরুণ শামীম মাদবরের। ইন্দোনেশীয় তরুণীর সাথে সিঙ্গাপুরে থাকা অবস্থায়ই প্রথমে প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে পরস্পরের মধ্যে বোঝাপড়া, ভালোলাগা আরও গভীর হতে থাকে। এভাবেই কেটে যায় দুই বছর। অবশেষে প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। ইন্দোনেশীয় তরুণী বর শামীমকে বিয়ে করতে চলে আসে শামীমের বাড়িতে।

জানা যায়, ২০১৮ সালে মাদারীপুরের শিবচরের কুতুবপুরের বড় কেশবপুর গ্রামের লালমিয়া মাদবরের ৩য় সন্তান শামীম সিঙ্গাপুর যান। সেখানে টিকটকের মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুনী ইফহার সাথে। মা-বাবা ইন্দোনেশিয়ায় বসবাস করলেও ইফহা সিঙ্গাপুরে অনলাইনে কসমেটিকস এর সফল ব্যবসায়ী। গত দুই বছর তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

ইউটিউবে বাংলাদেশে বিয়ের ধরন পছন্দ হওয়ায় তারা এখানেই বিয়ের পরিকল্পনা করেন। প্রথমে উভয় পরিবার অসম্মতি জানালেও পরে দুই পরিবারই রাজি হয়। এ অনুযায়ী গত ৩০ জানুয়ারি সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন শামীম। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইফহা। শামীমের পরিবার স্বানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) গায়ে হলুদ ও শুক্রবার শামীমের বাড়িতে জাঁকজমকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

এদিকে, বিদেশী তরুণীর বিয়ের অনুষ্ঠান দেখতে শামীমের বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী।

ছেলের বিয়ের বিষয়ে শামীমের বাবা বলেন, বিদেশি মেয়েকে আমার ছেলে পছন্দ করেছে। আমরা ওই মেয়ের পরিবারের সাথে কথা বলেছি। তারাও বিয়েতে রাজি হয়েছেন। শুক্রবার শামীম ও আমার ছোট ছেলে সুমনের একত্রে বিয়ে দিয়েছি।

এ বিষয়ে বর শামীম বলেন, ও খুবই ভালো মনের মানুষ। আমরা সিঙ্গাপুর যাবো। ওখান থেকে ইন্দোনেশীয়ায় ওর বাবা-মায়ের কাছে বেড়াতে যাবো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *