কুয়াকাটায় পরিবেশ দূষণ রোদে ক্লিনিং কার্যক্রম সচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ কুয়াকাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবার বাংলাদেশ’ এবং কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার বিকেল চারটায় অনুষ্ঠিত হয়েছে বিচ ক্লিনিং কার্যক্রম ও সচেতনতামূলক র‌্যালি। সমুদ্রসৈকতের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির উদ্বোধন করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। উপস্থিত ছিলেন মহিপুর থানা পুলিশের সদস্যবৃন্দ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সদস্যরা, স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। র‍্যালীটি কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সৈকতের বিভিন্ন অংশ ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। অংশগ্রহণকারীরা সৈকতের বালুচরে ছড়িয়ে থাকা প্লাস্টিক, বোতল, পরিত্যক্ত দ্রব্যাদি সংগ্রহ করে বিশেষ ব্যাগে রাখেন এবং পরিবেশ দূষণ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

গুড নেইবার বাংলাদেশের এক কর্মকর্তা বলেন, “পর্যটন নগরী কুয়াকাটার পরিবেশ রক্ষা করতে হলে শুধু সরকারি নয়, সকলেরই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা চাই, সৈকত পরিচ্ছন্ন থাকুক এবং পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠুক।”

এদিকে অংশগ্রহণকারীরা এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান এবং স্থানীয় পর্যায়ে স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনগুলোকেও এতে সম্পৃক্ত করার পরামর্শ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *