মোঃ শামসুল হক, মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করে এর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা মো. নাহিদুল ইসলাম ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম হাওলাদার প্রমূখ।
পরে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়, প্লাবন ভূমি ও উন্মুক্ত জলাশয়ে প্রায় ৩২২ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।