অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন তিন জনের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছে। এ নিয়ে প্রতিবাদ সভা থেকে আটক করার নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।
পোস্টে হাসনাত লেখেন, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করেছি, উৎখাত করেছি। আপনেরা কোন হনু হইছেন?’
নিজের প্রোফাইল পিকচার পরিবর্তন (লাল) করে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক লেখেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪ শে জুলাই, ২০২৪।’
এর আগে, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে সোমবার চট্টগ্রামে ‘তাওহিদি ছাত্র জনতা’-এর ব্যানারে আয়োজিত এক সভা থেকে ৫ জনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় তাদের।
একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে হাসনাত আবদুল্লাহ বলেন– আমরা চাই, আপনারা দ্রুত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ছাত্র-নাগরিকদের অংশগ্রহণ ছাড়া যদি কোনো সিদ্ধান্ত নেন, তা মেনে নেয়া হবে না।