খুনি বাশার আল আসাদ পরবর্তী নতুন যুগের সিরিয়ায় উমাইয়া বড় জামে মসজিদ খ্যাত দেশটির গ্র্যান্ড মসজিদে প্রথম জুমু’আ আদায় করলো লক্ষাধিক সিরিয়ান।
শুক্রবার (১৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ আল বশির যিনি একই সাথে পেশাদার ইঞ্জিনিয়ার ও ফকিহ তার খুতবা ও ইমামতিতে প্রথম জুমু’আ অনুষ্ঠিত হয়।
উমাইয়া গ্র্যান্ড মসজিদে নতুন যুগের সিরিয়ার প্রথম জুমু’আ ও প্রথম প্রধানমন্ত্রীর খুতবা বা ভাষণকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোকজনের আগমন ঘটতে থাকে। এসময় লোকজনকে “তাকবীর তাকবীর, আল্লাহু আকবার” ও “নাহনু শা’বুস সুরিয়া, নাহনু শা’বুল ওয়াহেদ” সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে দিতে মসজিদের উদ্দেশ্যে এগিয়ে যেতে দেখা যায়।
এছাড়া জুমু’আ শেষে সিরিয়াজুড়ে একযোগে লোকজনকে বিজয় উদযাপন করতে দেখা যায়। পুরো দেশের মানুষ মসজিদ থেকে নিজ নিজ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জড়ো হয়ে আনন্দ করতে থাকে। ছন্দে ছন্দে বিজয়গাঁথা গাইতে থাকে।
এর আগে বাদ ফজর এক বার্তায় আসাদ সরকার ও ইরানের শিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়া সশস্ত্র সংগঠন তাহরিরুশ শামের প্রধান আহমদ আশ-শরা’ বা আবু মুহাম্মদ জুলানী পুনরায় বিজয়ের শুভেচ্ছা জানিয়ে জনগণের উদ্দেশ্যে বলেন, আজকের পবিত্র জুমু’আর দিনে লোকজনের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল পরিমাণে বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে সকলের প্রতি আহবান থাকবে তারা যেনো উদযাপনের লক্ষ্যে গুলি ছোড়া থেকে বিরত থাকেন। দুষ্কৃতিকারীদের বিশৃঙ্খলা ও সহিংসতার সুযোগ না দেন।
সূত্র: আল জাজিরা