কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে মিরপুর-১০ ও কাজীপাড়ার মেট্রোস্টেশনও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে কারফিউ জারির ষষ্ঠ দিনে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় গণমাধ্যমে দেয়া বক্তৃতায়, মেট্রোস্টেশনে তাণ্ডব চালিয়েছে যারা দেশবাসীর কাছে তাদের বিচার চান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বাস হতে চায় না এদেশের মানুষ এটা করেছে। কীভাবে এমন দানবিক কাজ করলো?”
মেট্রো নিয়ে কাজ করা ব্যক্তিদের ‘চোখের পানি পড়ছে’ বলেও মন্তব্য করেন তিনি।এসময়, আন্দোলনকারীদের দাবি ফুরাচ্ছে না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, “প্রথমে ছিল এক দফা। তারপর চার দফা। তারপর আট-নয় দফা। এখন আবার চার দফা চাচ্ছে।”