শাপলা থেকে জুলাই বিপ্লব শহীদদের মাগফিরাত কামনা ও ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশের আপোষহীন মাজলুম আলেমদের সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার (১৪জানুয়ারি) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আবু সালেহ রহমানী ও মুফতি নেয়ামতুল্লাহ আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।
প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় আমাদের সংবিধানের মূলনীতিতে ভারত থেকে পাচারকৃত ধর্মনিরপেক্ষ মতবাদ, এটাকে বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে। ভারতীয় সেবাদাষীকে আমরা এ দেশে জায়গা দেই নাই। সুতরাং, ভারতের পাচারকৃত এই ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা ও ইসলাম এক সূত্রে গাথা। বাংলাদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে যাবে। যারা ইসলামবিদ্বেষী তারাই বাংলাদেশের শত্রু।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এদেশের আলেম সমাজ কোনদিন নিজের স্বার্থর জন্য লড়াই করে নাই। ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই। আলেম সমাজ লড়াই করেছে বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে। বাংলাদেশের ইসলাম রক্ষার জন্য লড়াই করেছে। এবং তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের শহিদরা ইসলাম রক্ষার জন্য শহিদ হয়েছে। তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লবেও মাদরাসার ছাত্র ও শিক্ষকরা লড়াই করে ভারতের দালাল শেখ হাসিনাকে পরাজিত করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি মনির হুসাইন কাসেমী, মুফতি নুর হুসাইন নূরানী, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ফখরুল ইসলাম, মুফতি ওয়াহিদুল আলম, মাওলানা আরিফ হক্কানী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি ইদ্রীস কাসেমী, মাওলানা সুহাইল সাদী, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি তাউহিদুল ইসলাম আজিজি, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবু ত্বলহা মাসউদসহ প্রমুখ।