টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আগামী শুক্রবার শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। গতকাল মঙ্গলবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মাঠ হস্তান্তর বিষয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় দ্বিতীয় পর্বের আয়োজক কমিটির সাদপহ্নী মুরুব্বীদের কাছে ইজতেমা ময়দান বুঝিয়ে দিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন। মাঠ বুঝে নেয়ার পরপরই সাদপন্থী আয়োজকরা মাঠ গুছিয়ে নিতে কাজ শুরু করেছেন। ইতোমধ্যে মুসল্লিরাও ময়দানে প্রবেশ করতে শুরু করেছে।
মাঠ হস্তান্তর অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. ইব্রাহিম খান, প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের আয়োজকদের মধ্যে খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান, আলমগীর হোসেন, হাবিবুল্লাহ রায়হান, ডা. এামুর হাসেমী, ডা. আজগর আলী, জমির আলী, আবুল হাসনাত, মোস্তফা কামাল, রুহুল আমীনসহ জেলা প্রশাসক. সিটি কর্পোরেশন এবং মহানগর পুলিশ, গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আব্দুল হান্নান জানান, ময়দানের প্যান্ডেল, বিদ্যুৎ সংযোগসহ ব্যবহার্য সবকিছু ঠিকঠাক আছে। দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজকদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সে সকল প্রস্তুতি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেয়া হয়েছে। আশা করছি সকলের সহযোগীতায় ইজতেমার প্রথম পর্বের ন্যায় দ্বিতীয় পর্ব সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হবে।
সাদ পন্থী তাবলীগ পরিচালনা কমিটির একজন সদস্য জানান, আজ (মঙ্গলবার) আমরা জেলা প্রশাসকের কাছ থেকে ইজতেমা ময়দান বুঝে নিয়েছি। ইতোমধ্যে আমাদের তাবলীগ সাথীরা মাঠে জমায়েত হচ্ছেন। আগামী শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে বিশ^ ইজতেমার মূল কার্যক্রম শুরু হবে। এরআগেই পুরো মাঠ গুছিয়ে নেয়া হবে ইনশাল্লাহ। ইজতেমা ময়দানে আগের পর্বের মুসল্লিদের পরিত্যাক্ত খাবার-ময়লা পরিষ্কার করা হচ্ছে। সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন তাদের সার্বিক সহযোগিতা করছেন।
গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নান আরো জানান, ইজতেমায় জরুরি পরিচ্ছন্নতা সেবা প্রদানের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সার্বক্ষণিক গার্বেজ ট্রাকসহ প্রায় ৫০০ পরিচ্ছন্নকর্মী মোতায়েন রয়েছে। ইজতেমা ময়দানের দক্ষিণ পাশে তুরাগ নদীর তীরে বর্জ্য ফেলার জন্য অস্থায়ীভাবে ড্যাম্পিং পয়েন্ট তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় ব্লিসিং পাউডারসহ অন্যান্য উপকরণ মজুত রয়েছে। এ পর্বেও আয়োজকদের প্রস্তুতি কাজে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
গাজীপুর মেট্রোপলিটন উপ-পুলিশ (জিএমপি) কমিশনার ইব্রাহিম খান বলেন, দ্বিতীয় পর্বের ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে প্রথম পর্বে যে ব্যবস্থা ছিল, দ্বিতীয় পর্বেও একই ব্যবস্থা থাকবে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি শুক্রবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মাঝে চারদিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে। আগামী ১১ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৪ সালের বিশ্ব ইজতেমা।