পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ

পাকিস্তান থেকে অত্যাধুনিক জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ।

বুধবার (১৫ জানুয়ারি) ইসলামাবাদের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নয়নে পাকিস্তান সফর করে ঢাকার একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদল, তখনই এ নিয়ে নিজেদের আগ্রহের কথা জানায় বাংলাদেশ।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, রাজধানী ইসলামাবাদের বিমানবাহিনী সদর দপ্তরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ-পাকিস্তান উভয়পক্ষ সামরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন এবং তাদের বিমানবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদারের জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের উচ্চপর্যায়ের এ প্রতিনিধিদলটি পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তানের বিমানবাহিনীর আধুনিক প্রযুক্তি ও উদ্যোগের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

প্রসঙ্গত, জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি মাল্টি-রোল ফাইটার জেট, যা বিভিন্ন ধরনের হামলা পরিচালনা করতে সক্ষম। অত্যাধুনিক যুদ্ধবিমানটি দিন ও রাতে অভিযান চালানো, ডগফাইট এবং প্রতিপক্ষের আকাশসীমায় ঢুকে গুপ্তচর তথ্য সংগ্রহের মতো কাজ করতে পারে। এ যুদ্ধবিমানটির ওজন তুলনামূলকভাবে কম, ফলে এটি সহজেই দ্রুত গতিতে অপারেট করতে সক্ষম। এটি পাকিস্তানসহ কয়েকটি দেশ ব্যবহার করে থাকে।

বাংলাদেশ সামারিক বাহিনীর চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক যুদ্ধবিমানের প্রয়োজনীয়তা দেখা যাচ্ছিল। সেক্ষেত্রে বিমান বাহিনীর বহরে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানটি যুক্ত হলে তা হবে বাংলাদেশের সামরিক খাতের জন্য একটি বড় অগ্রসর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *