গাজায় অস্ত্র দিয়ে গণহত্যায় শামিল হয়েছে আমেরিকা: বার্নি স্যান্ডার্স

আমেরিকার সিনেটর বার্নি স্যান্ডার্স জোর দিয়ে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে অস্ত্র দিয়ে আমেরিকা গাজ্জায় গণহত্যার অপরাধে শরিক হয়েছে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) পার্সটুডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (১৫ জানুয়ারি) গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি সইয়ের ঘোষণা প্রকাশের পর এক বিবৃতিতে স্যান্ডার্স বলেন, দুঃখজনক বিষয় হলো এখন যে চুক্তিতে তারা সই করেছে সেটাকে নেতানিয়াহু এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাসে প্রত্যাখ্যান করেছিল। মে মাসে এই প্রস্তাব মেনে নিলে ১০ হাজার মানুষের প্রাণ বেঁচে যেত।

বার্নি স্যান্ডার্স বলেন, গত মে মাসে প্রস্তাবটি উপস্থাপনের পর থেকে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজ্জায় বন্দী ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরও তীব্র হয়েছে।

তিনি আরও বলেন, “উভয় পক্ষকেই চুক্তিটির প্রতি সম্মান দেখাতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বাস্তবায়ন করতে হবে। বিনা কারণে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। বন্দীদের মুক্তি দিতে হবে।

সূত্র: পার্সটুডে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *