গরুর গোয়ালে ঘুমালে ক্যান্সার সেরে যায় : ভরতীয় মন্ত্রী সঞ্জয় সিং

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আখ উন্নয়নের জুনিয়র মন্ত্রী সঞ্জয় সিং গাঙ্গওয়ার বলেছেন, গোয়ালঘরে ঘুমালে এবং তা নিয়মিত পরিষ্কার করলে ক্যান্সার রোগের নিরাময় হয়।

রোববার (১৩ অক্টোবর) বিজেপির এই নেতার নির্বাচনী এলাকা পিলিভীতের পাকাদিয়া নওগাওয়ানে গরুর গোয়াল উদ্বোধনের সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

সঞ্জয় সিং গাঙ্গওয়ার বলেন, ক্যান্সার রোগীরা গোয়ালঘর পরিষ্কার করে এবং সেখানে শুয়ে নিজেকে নিরাময় করতে পারে। এছাড়া গরু পালন করে এবং তাদের সেবা করে ১০ দিনের মধ্যে রক্তচাপের ওষুধের ডোজ অর্ধেকে নামিয়ে আনা যেতে পারে।

তিনি বলেন, যদি কোনো রক্তচাপের রোগী থাকে এখানে গরু আছে। ওই ব্যক্তির উচিত প্রতিদিন সকাল-সন্ধ্যা একটি গরুর পিঠে হাত বোলানো এবং তাকে সেবা করা। এতে করে মাত্র ১০ দিনের মধ্যেই ওষুধের মাত্রা ২০ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রামে নেমে আসবে। আমি আপনাকে যা বলছি, এটি একটি পরীক্ষিত জিনিস।

তিনি আরও বলেন, আপনি যদি শুকনো গোবর আগুনে পোড়ান, তাহলে আপনি মশা দূর করতে পারবেন। অর্থাৎ গরুর সব কিছুই কোন না কোনভাবে উপকারি, তার সব কিছু কাজে লাগে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি লোকদের তাদের বিবাহ বার্ষিকী এবং তাদের সন্তানদের জন্মদিনের অনুষ্ঠানগুলো গরুর গোয়ালে উদযাপন করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *