পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং তার রাজনৈতিক জীবনের প্রশংসা করেছেন।
রোববার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়।
গত ৩১ জানুয়ারি লেখা চিঠিতে শাহবাজ শরিফ উল্লেখ করেন, তিনি খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে জানতে পেরে উদ্বিগ্ন।
সুস্থতা কামনা করে তিনি লেখেন—“আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্থতা দান করুন।”
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লেখেন— ‘আমি আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন।’
সুস্থতা কামনা করে তিনি লেখেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন।’
খালেদা জিয়ার রাজনৈতিক ও বর্ণাঢ্য জীবন উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।’
চিঠিতে পাকিস্তান বিএনপির চেয়ারপারসন, তার পরিবার ও দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ শরিফ।