ইসরাইলকে নিন্দা জানিয়ে ইউরোপসহ ১০৪ দেশের চিঠি; স্বাক্ষর করেনি ভারত-যুক্তরাষ্ট্র

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ইসরাইলকে নিন্দা জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছে ইউরোপ, আফ্রিকার দেশগুলোসহ বিশ্বের ১০৪টি দেশ। তবে সেই চিঠিতে স্বাক্ষর করেনি ভারত ও যুক্তরাষ্ট্র।

এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে জাতিসংঘ মহাসচিবের ইসরাইলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইলি কর্তৃপক্ষ। এতে ইসরাইলের সমালোচনায় সরব হয়ে ওঠে গোটা বিশ্ব। ইসরাইলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে চিলির উদ্যোগে একটি চিঠি লেখা হয়। জাতিসংঘে প্রচারিত ওই চিঠিতে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিবেশি বেশিরভাগ দেশগুলোসহ পশ্চিম এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকার দেশগুলো স্বাক্ষর করলেও ভারত করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা না করায় গত ২ অক্টোবর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে অভিযুক্ত করেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ। ইসরাইলের মাটিতে জাতিসংঘের মহাসচিব পা রাখার যোগ্য নন বলে ঘোষণা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। এরপর জাতিসংঘের সদস্য ১০৪টি দেশ ও আফ্রিকান ইউনিয়ন ইসরাইলের নিন্দা জানিয়ে চিঠি প্রকাশ করে।

বিশ্লেষকরা বলছেন, চিঠিটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটিকে জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘের প্রতিরক্ষা হিসেবে দেখা হয়, সংঘাতের কোনও পক্ষ নয়। ভারত কেন ওই চিঠিতে স্বাক্ষর করেনি সে বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের অনুরোধে সাড়া দেয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *