মসজিদুল আকসায় পবিত্র রমজানে মুসলিমদের উপর ইবাদাতে নিষেধাজ্ঞা আরোপের খবরে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মসজিদটির খতিব শায়েখ ইকরিমা সাবরী।
ফিলিস্তিন ওলামা পরিষদের তথ্যমতে, পবিত্র রমজানে মসজিদুল আকসায় ইবাদাতে নিষেধাজ্ঞা আরপের খবরে শায়েখ ইকরিমা সাবরী বলেন, পবিত্র রমজানে মসজিদুল আকসায় মুসল্লীদের উপর ইবাদাতে নিষেধাজ্ঞা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি ধর্ম পালনের অধিকার ও ইবাদাতের স্বাধীনতার উপর সুস্পষ্ট হস্তক্ষেপ। এই অধিকার ও স্বাধীনতার সাথে সাংঘর্ষিক যে কোনকিছু এবং উত্তেজনার জন্য দখলদার ইসরাইল দায়ী থাকবে।
এছাড়া নিষেধাজ্ঞার খবরের তোয়াক্কা না করে সকলকে তিনি মসজিদুল আকসা অভিমুখে যাত্রার আহবান জানান।
তিনি বলেন, আকসা অভিমুখে যাত্রার আহবান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলমান আদেশ ও আহবানের অন্তর্ভুক্ত, যা রমজান ও রমজান ব্যতীত অন্যান্য মাসের ক্ষেত্রেও প্রযোজ্য। সকলের উচিত সময় ও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে পবিত্র ও বরকতময় আকসা অভিমুখে যাত্রা করা।