রাসেল মোল্লা কলাপাড়া: পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামীলীগসহ ১৪ দলের রাজনীতি বন্ধসহ পাঁচ দফা গণ দাবিতে বাংলাদেশের জামায়াতে ইসলামী কলাপাড়ার উদ্যোগে শুক্রবার শেষ বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কলাপাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে আসর নামাজ বাদ শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাব চত্ত¡রে গিয়ে শেষ হয়। এর আগে মসজিদ মাঠের সমাবেশে সভাপতিত্ব করেন, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী কলাপাড়া উপজেলা আমীর মো. আব্দুল কাইয়ুম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল খালেক ফারুকী, উপজেলা সেক্রেটারী মাওলানা মো. হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা মো. মুর্শিদুল আলম, কুয়াকাটা জামায়াত নেতা মাওলানা মাঈনুল ইসলাম মান্নান, কলাপাড়া পৌর আমীর মাওলানা মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলাপাড়া থানা সভাপতি মো. নাঈম প্রমুখ।




