আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে: আসিফ মাহমুদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাই; দেশের পরিস্থিতি বিঘ্নিত করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, দেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে তাতে রাজনৈতিক ইন্ধন রয়েছে। একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে। এতে অন্যরাও উত্তসাহিত হচ্ছে। পাশাপাশি দেশের পরিস্থিতি খারাপ করতে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপে দেশের পরিস্থিতি খারাপ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছে। এ সময় দেশের পরিস্থিতি বিঘ্নিত কয়ার চেষ্টা কোনোভাবে সহ্য করা হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত ছয় মাসে বড় ধরণের অপরাধ কমেছে। একটি ঘটনা ভাইরাল হলে সবাই আতঙ্কিত হয়ে যায়। গত একঘণ্টা ধরে রাজধানীর চেকপোস্টগুলো পরিদর্শন করেছি। সবখানে চেকপোস্ট বসানো হয়েছে। এতে জনমনে আতংক কমবে। পৃথিবীতে অপরাধ ছাড়া কোনো দেশ নেই। তবে সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *