কলাপাড়ায় সুন্দরবন দিবস উপলক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

রাসেল মোল্লা, কলাপাড়াঃ সুন্দরবন দিবস উপলক্ষে সুন্দরবন রক্ষার দাবিতে আজ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিঃ তৌহিদুর রহমান সি আই পি মিলনায়াতনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

প্রান্তজন, এ্যাকশনএইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের প্রেক্ষাপটে সুন্দরবনের গুরুত্ব তুলে ধরা হয়।

নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক এবং কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মোঃ হুমায়ূন কবির।
অতিথি হিসাবে আলোচনা করেন সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন, বনবিভাগ কলাপাড়া এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল হক। ধারণা পত্র উপস্থাপন করেন কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন গণমাধ্যমকর্মী অমল মুখার্জী, মোঃ ইয়াকুব খান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, প্রথম আলো বন্ধুসভা সভাপতি মোস্তফা জামান সুজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাশরাফি কামাল শাফি, সৈয়দ মোঃ রাসেল, আমরা কলাপাড়াবাসী এর সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, মোসাঃ দুলালী, লাখাইন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, নাহিদুল হক ও প্রান্তজন এর মাঠ সম্বনয়কারী সাইফুল্লাহ মাহমুদ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পরিবেশ ঠিক রাখতে আমাদের মনোযোগতে পরিবর্তন আনতে হবে। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি উপকূলীয় অঞ্চলের লক্ষাধিক মানুষের জীবন—জীবিকার সাথে সরাসরি জড়িত।তাই সুন্দরবন রক্ষায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *