সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায়  শ্রমিকলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দুপুরে  উপজেলার দেউলী সুবিদখালি ইউনিয়নের দেউলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো.মাসুম খন্দকার (৩৫) উপজেলার দেউলী সুবিদখালি ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি । তিনি দেউলী  গ্রামের মৃত হামিদ খন্দকারের ছেলে।

গতকাল বিকালে  মাসুম খন্দকারকে আদালতে পাঠানো হয়। এ মামলায় মাসুম খন্দকারের  নাম এজাহারে না থাকলেও তাঁকে অজ্ঞাত আসামী হিসেবে  গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে কাঁঠালতলি থেকে নেতা-কর্মীরা উপজেলা শহর  সুবিদখালী আসছিলেন। গাড়িবহরটি সুবিদখালী বন্দরের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আসামিরা মিছিল নিয়ে লোহার রড, হকিস্টিক, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করে।

সরকার পরিবর্তনের পর গত ২৭ আগস্ট জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে ১০২ জনের নামে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, মির্জাগঞ্জ থানায় দ্রুত বিচার আইনের একটি মামলায়  দেউলী সুবিদখালী ইউনিয়ন শ্রমিকের সভাপতি মাসুম খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *