কলাপাড়ায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিঁয়ে প্রাণ গেলো স্কুলছাত্রীর

রাসেল মোল্লা, কলাপাড়াঃ বাসা থেকে কোচিংয়ে যাওয়ার সময় পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো রাধিয়া ইসলাম প্রিয় মনি (১৫) নামের এক ছাত্রীর।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লাল মিয়া জানান, মৃত রাধিয়া ইসলাম প্রিয় কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে। তিনি খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থী। পলাশ হাওলাদারের এক কন্যা ও দুই ছেলে তাঁর মধ্যে প্রিয় মনি বড়ো। ঐ শিক্ষার্থী ইজিবাইকে চড়ে কোচিং সেন্টারে যাচ্ছিলো পথিমধ্যে চাকায় ওঠনা পেঁচিয়ে তার শ্বাসরোধ হয়ে গাড়ির গতি থেমে যায় , এমন দৃশ্য স্থানীয়রা দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. জুয়েল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর শুনেছি ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *