মো. শামসুল হক, মির্জাগঞ্জ প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কিশোর কিশোরীদের নিয়ে এক সেমিনার ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবিদখালী মহিলা কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা হাসপাতালের চিকিৎসক মুহা. উমর ফারুক জাবির।
সেমিনারে কিশোর কিশোরীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা, ব্রেস্ট ক্যান্সার, পুষ্টি বিষয়ক, সেনিটেশন ও হাইজিন বিষয়ক সচেতনতা করা হয়।
এতে সুবিদখালী মহিলা কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।