পটুয়াখালীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীতে এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

রোববার সকালে শহরের সরকারি মহিলা কলেজের হোস্টেল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ জানান।

মৃত রিয়া মনি আক্তার মিলা দশমিনা উপজেলার মনিরুল ইসলাম ও পারভিন বেগম দম্পতির মেয়ে এবং ওই কলেজের সে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

তার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রিয়া মনির সহপাঠীদের বরাতে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোদ্দাচ্ছির বিল্লাহ বলেন, রিয়া ওই ছাত্রী নিবাসের ২০০১ নম্বর কক্ষে থাকত। সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে।

তিনি বলেন, “রুমমেটরা নাস্তা খেতে যাওয়ার সুযোগে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রিয়া। পরে তারা ফিরে এসে জানালা দিয়ে রিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

ওসি ইমতিয়াজ বলেন, “এ ঘটনায় নাহিয়ান নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি নিজেকে মৃত শিক্ষার্থীর স্বামী দাবি করছেন।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *