জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে ছাত্ররা

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জাপা কার্যালয়ের নিচ তলার কয়েকটি রুম পুড়ে গেছে। নিচ তলায় জাপার ঢাকা মহানগর কার্যালয় এবং চেয়ারম্যান ও মহাসচিবের রুম ছিল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এর আগে, সন্ধ্যায় ছাত্র-জনতা অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্ট দেন। যেখানে তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির লোকজন তাদের কর্মীদের পিটিয়েছে। তাই তাদের নিশ্চিহ্ন করার ঘোষণা দেন তিনি। আরেক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিজয়নগরের জাতীয় পার্টি কার্যালয়ের দিকে যাওয়ার ঘোষণাও দেন।

জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমে জানান, পার্টি অফিসের ১০০ গজ দূরে রামনা থানা। হামলার সময় পুলিশের কাছে সাহায্য চেয়েও পাওয়া যায়নি। এর পর সেনা ক্যাম্পে গিয়ে সেনা সদস্যদের মৌখিকভাবে জানালেও প্রথমে তারা ঘটনাস্থলে আসেনি। পরে রাত সাড়ে ৮টার দিকে সেনা সদস্যদের একটি দল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসে। তখন পুলিশেরও একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *