কলাপাড়ায় কাঁচা মরিচ ও সবজির মূল্য চড়া; ক্রেতাদের মধ্যে হতাশা

রাসেল মোল্লা,কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। অন্যান্য সবজির মূল্যও চড়া। মানুষ বাজারে কেনা কাটা করতে গিয়ে সবজির এমন মূল্য দেখে দূষছেন সরকারকে।

ক্রেতাদের অনেকের ভাষ্য, দাম এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কেউ কেউ ক্ষোভের সাথে বলছেন,অবৈধ পথে যাদের উপার্জন তারাই এখন ব্যাগ ভরে কেনা -কাটা করতে পারে। বর্তমানে কলাপাড়া পৌরশহরের বাজার গুলোতে গাজর কেজি বিক্রি হচ্ছে, ১৮০ টাকা, করলা ৯০ টাকা, মুলা ৮০ টাকা, রেখা ৮০ টাকা, ঢেড়শ, পটল, গাটি,কুমড়া কেজি ৭০ টাকা করে,কাচা পেঁপে ৫০ টাকা।

কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজর গনিত বিভাগের প্রভাষক মো.মোজাম্মল হক জানান, গত রবিবার তিনি বাজার করতে গিয়ে মরিচের কেজি ৫০০ টাকা শুনে কেনেন নি। তিনি ক্ষোভের সাথে বললেন, না হয়,কিছুদিন কাঁচা মরিচ খাবই না তাতে কি!!

এদিকে, সবজির দাম নিয়ে ক্রেতাদের আলোচনায় কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সামসুল আলম বলেন’ বাজারে মিষ্টি আলু ২০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখেছেন। যা আগে কখনোই দেখা তো ভাল, শুনেনওনি।

অপরদিকে, প্রতিদিন সবজি বাজারে সবজি কিনতে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বাক-বিতন্ডা লেগেই আছে। কোথাও কোথাও হাতাহাতির ঘটনাও ঘটেছে।
তবে,অধিকাংশ বিক্রেতাদের অভিমত, বেশী দামে কেনা বলে বেশী দামেই বিক্রি করতে হচ্ছে। অপর দিকে, পঁচে যাওয়া এবং শুকিয়ে ঘাটতি হওয়ার একটা বিষয় আছে বলে উল্লেখ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *