২৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

দেশের ২৬টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জেলাগুলো হলো– ব্রাহ্মণবাড়ীয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলিভীবাজার, ফরিদপুর, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, শেরপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠী, লালমনিরহাট।

প্রজ্ঞাপনে বলা হয়, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাবেদুর রহমানকে ব্রাহ্মণবাড়ীয়া, উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে কুড়িগ্রাম, বিশেষ পুলিশ সুপার মো. কুতুব উদ্দিনকে নওগাঁ, পুলিশ সুপার নাজমুল হাসানকে দিনাজপুর, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে সুনামগঞ্জ, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে ফেনী, পুলিশ সুপার মো. জেদান আল মুসাকে বগুড়া, পুলিশ সুপার মো. রেজাউল করিমকে চাঁপাইনবাবগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে মৌলিভীবাজার, মৌলিভীবাজার, পুলিশ সুপার মো. আব্দুল জলিলকে ফরিদপুর, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে জয়পুরহাট, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ শরীফুল হককে ভোলা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে খাগড়াছড়ি, পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলকে বরগুনা, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে কক্সবাজার, পুলিশ সুপার মোছা: শামিমা পারভীনকে রাজবাড়ী, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) খাঁন মুহাম্মদ আবু নাসেরকে পিরোজপুর, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে সাতক্ষীরা, অতিরিক্ত পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে খুলনা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো. মিজানুর রহমানকে কুষ্টিয়া, পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে নড়াইল, পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে শেরপুর, পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে মাদারীপুর, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলাকে চুয়াডাঙ্গা, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) উজ্জ্বল কুমার রায়কে ঝালকাঠি ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *