কলাপাড়া প্রতিনিধিঃ বিভ্রান্ত হবেন না, কোন মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না।বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘বিএনপি ইনশাআল্লাহ আগামি নির্বাচনে ক্ষমতায় যাবে। বিএনপি ক্ষমতায় গেলে আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর যেই দল ক্ষমতায় যাবে সেই দলের এমপি লাগবে এলাকার উন্নয়ন করতে। তাই বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিতে হবে। আর বিএনপি ক্ষমতায় না গেলে দেশেরও কোন উন্নয়ন হবে না।’
আজ বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে জনাব মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ‘যেই দল (হাত পাখা) একটা সিটও না পাওয়ার আশঙ্কা রয়েছে; তাঁদের কথায় বিভ্রান্ত হবেন না। হাতপাখা কিংবা দাড়িপাল্লায় ভোট দিয়ে যদি বেহেশতে যাওয়া যেত তাইলে আমিও দল ছেড়ে ওইসব মার্কায় ভোট দিতাম। কোন মার্কায় ভোট দিয়ে বেহেশতে যাওয়া যাবে না।’
এই সম্মেলনে সভাপতিত্ব করেন নীলগঞ্জ ইউনিয়ন মহিলা দলের সভাপতি তহমিনা হাওলাদার।প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার। উদ্বোধন করেন উপজেলা মহিলা দল সভাপতি সালমা আক্তার লিলি।
বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার , কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আয়কর আইনজীবী আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফরুজ্জাম খোকন হাওলাদার,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কামরুজ্জামান শহীদ মাতুব্বর, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, অ্যাডভোকেট আবুল হোসেন, সোহরাব হোসেন বিশ্বাস, নুরুল কবির ঝুনু, কামরুজ্জামান কাজল তালুকদার, ফারজানা শাম্মি ফ্লোরা, শাহজাহান পাহলোয়ান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর।
নীলগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এই সম্মেলনে উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতা-কর্মী-সমর্থকের সমাবেশ ঘটে। বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।



