সৌদি আরবের পক্ষে আমেরিকা যুদ্ধ করলে ইসরাইলকে স্বীকৃতি দিবে সৌদি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গণহত্যা চালানো সত্ত্বেও ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি প্রদান করতে চায় সৌদি আরব। বিনিময়ে আমেরিকার কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তা দাবি করেছে রিয়াদ।

শুক্রবার (১১ অক্টোবর) চ্যানেল ফোর’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান আমেরিকার রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম।

তিনি জানান, আমেরিকার সাথে একটি প্রতিরক্ষা চুক্তি করতে চায় সৌদি আরব। যেমন চুক্তি জাপান ও অস্ট্রেলিয়ার সাথে আমেরিকার রয়েছে। সহজ কথায় বলতে গেলে, সৌদি আরব চায় আমেরিকা তার হয়ে যুদ্ধ করুক।

তিনি আরও জানান, এটা মোটেই সহজ কাজ নয়। কারণ, এই ধরণের চুক্তি কার্যকর করতে গেলে মার্কিন সিনেটে অন্তত ৬৭টি ভোটের প্রয়োজন হবে।

উল্লেখ্য, দেড় বছর আগে এই প্রতিরক্ষা চুক্তির প্রস্তাবটি দেওয়া হয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের পক্ষ থেকে। তখন তা বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রচেষ্টার কথা জানান গ্রাহাম।

সূত্র: মিডল ইস্ট মনিটর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *