রাসেল মোল্লা, কলাপাড়া প্রতিনিধি : ২৫ ডিসেম্বর বুধবার কলাপাড়ায় এসেছে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বুধবার (২৫ ডিসেম্বর) কলাপাড়ায় এসে পৌর শহরের এতিমখানা নিজ বাসায় অবস্থান করেছেন। ২৬ ডিসেম্বর থেকে ০১ জানুয়ারি পর্যন্ত দলীয় ও সামাজিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কলাপাড়া পৌর বিএনপির উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে তাকে গণসংবর্ধনা দেয়া হবে। গণসংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক’র সভাপতিত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা যোগ দেবেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) কলাপাড়া ব্যবসায়ী সমিতির বনভোজনে যোগ দিবেন। ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় লঞ্চ যোগে ভ্রমনের উদ্দেশ্যে রওনা করবেন। শুক্রবার ২৭ ডিসেম্বর কলাপাড়া ব্যবসায়ী সমিতির বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শনিবার (২৮ ডিসেম্বর) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম পুনর্মিলনি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
রোববার (২৯ ডিসেম্বর) উপজেলার টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মরহুম আঃ মালেক সিকদারের রুহের ম্যাগফেরত কামনার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর থানা বিএনপির উদ্যোগে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন কে গণসংবর্ধনা দেওয়া হবে। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেবেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বুধবার (০১ জানুয়ারি-২০২৫) কলাপাড়া প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠ বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর তিনি ঢাকায় উদ্দেশ্যে রওনা দিবেন।