রাজনৈতিক দলগুলো জনগণের ইচ্ছা বুঝতে না পারলে নতুন দল হতে পারে: ফরহাদ মজহার

দেশে নানা সংকট চলছে। চলমান রাজনৈতিক সংকট আইন দ্বারা সমাধান করা সম্ভব নয়। সবার সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন কবি ও দার্শনিক ফরহাদ মজহার। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুরনো পল্টনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফরহাদ মজহার বলেন, চট্টগ্রাম পাহাড়ে যে সংকট চলছে সেটিও রাজনৈতিক। মিলিটারি দিয়ে এই সংকটের সমাধান হবে না। তাদের সাথে আলোচনায় বসে এই সমস্যার সমাধান করতে হবে। এ সময় পার্বত্যঅঞ্চলে পাহাড় নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন তিনি।

নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জনগণের ইচ্ছা বুঝতে না পারলে নতুন দল হতে পারে। দেশের তরুণ সমাজ সেটা করতে পারে। এ সময় আওয়ামী লীগ সরকারের নির্বাচন নীতি অনুযায়ী কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে তরুণ প্রজন্ম তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *