মার্কিন যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার নিউ অরলিন্স শহরে ইংরেজি নতুন বছরের প্রথম দিন রাস্তায় ঝড়লো রক্ত। বুধবার (১ জানুয়ারি) একটি জনবহুল এলাকায় সমাগমের ওপর উঠে গেল গাড়ি। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে। খবর এনবিসি’র।
স্থানীয় পুলিশের সূত্র দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা সেখানে বড় ধরনের প্রাণহানির ঘটনা মোকাবিলা করছে। এরইমধ্যে আহতদের আশপাশের অন্তত ৫টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শহরের জরুরি দমকল সংস্থা নোলা রেডি জানায়, সেখানকার বোরবন স্ট্রিটে একটি গাড়ি আকস্মিকভাবে ভিড়ের মধ্যে চলে গেলে ঘটনাটি ঘটে। নববর্ষের উদযাপন একেবারে শেষের দিকে যখন, ঠিক তখনই এমন হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হন প্রত্যক্ষদর্শীরা।
প্রসঙ্গত, একই সময় সেখানে আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার একটি নকআউট ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছিল। সেই ম্যাচ উপলক্ষে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল হাজার জনতা।