মোঃ শামসুল হক,মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২ টায় সুবিদখালী সরকারি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এ গণতন্ত্রের উপর আঘাত আসলে বিএনপি’র সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।
বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার অবৈধভাবে ক্ষমতায় থেকে বিএনপির ৬০ লাখ নেতা কর্মীর বিরুদ্ধে ৫ লাখ মিথ্যা মামলা ও হামলা করেছে। আমার নিজেরও কোর্টে ৮শত বার হাজিরা দিতে হয়েছে। বিএনপি’র নেতাকর্মীরা এ নির্যাতন সহ্য করেও দল ছেড়ে যাননি।
উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রদল নেতা আইনজীবী মো.আনিসুর রহমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার,উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.নাসির হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবুল বাসার নাসির, মাধবখালি ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জেসমিন শাকুর ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো.নূরু মৃধা, মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. তারিকুল ইসলাম ও উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান প্রমূখ।