মির্জাগঞ্জে ৪০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি( মির্জাগঞ্জ) পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ জিয়া সিকদার (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেউলী সুবিদখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম।

এ সময় তার দোকান ঘর থেকে ৪০৫ গ্রাম গাঁজা,৭টি গ্যাস লাইট, একটি কেচি, চাকু ও ৩টি খালি ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার করা হয়।

আটককৃত জিয়া সিকদার খুলনা সোনাডাঙ্গা থানার ২৬ নং ওয়ার্ডের সোবাহান সিকদারের ছেলে।

তিনি দীর্ঘদিন শশুর বাড়িতে মেন্দিয়াবাদ এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে ইলেকট্রনিক্স পণ্যের মালামাল বিক্রি করতেন।

পুলিশ জানায়,দীর্ঘদিন ধরে জিয়া সিকদার ইলেকট্রনিক্স মালামালের সাথে মাদক বিকিকিনি করে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তার দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জিয়া সিকদার নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *