মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি:এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে র্যালীতে উপস্থিত ছিলেন এলজিইডি’র উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, যুবদল নেতা মোঃ নাসির হাওলাদার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইফুল ইসলাম সিয়াম প্রমূখ।
এছাড়াও র্যালীতে উপজেলার ছয়টি ইউনিয়নের তরুনরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।