মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি: পটুযাখালীর মির্জাগঞ্জে নতুন বাংলাদেশ গড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) তন্ময় হালদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পদক মো.হারুন মুন্সি, বিএনপি নেতা আমিনুল ইসলাম খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইলিয়াস মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস ও বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
এছাড়াও সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।