শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে গ্রিনভিউ পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার বিকেল চারটার দিকে বাকেরগঞ্জ- বরগুনা সড়কের উত্তর ঝাটিবুনিয়া নামক স্থানে শাহজাদা খানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালকের নাম আশিস দ্বীপ কর্মকার(১৫)। সে পার্শ্ববর্তী বরগুনা জেলার বরগুনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সুনীল কর্মকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে গ্রিনভিউ পরিবহনে একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্য ছেড়ে আসে। পথিমধ্য মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের শাহজাদা খানের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি পালসার মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মোটরসাইকেলের চালক আশিস দ্বীপ কর্মকার গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রীনভিউ পরিবহননের বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছেন।