মির্জাগঞ্জে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্য গ্রেপ্তার

মো. শামসুল হক, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: ডাকাতি  চেষ্টার অভিযোগে  মির্জাগঞ্জ থেকে আন্ত:জেলা  ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার  উপজেলার গোলখালী বাজার সংলগ্ন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যর নাম মো. মিন্টু শিকদার(২৬)। তিনি পার্শ্ববর্তী বাকরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা।

মিন্টুর নামে কলাপাড়া ও মহিপুর থানায় ২টি ডাকাতি মামলা, বাকেরগঞ্জ ও বরিশাল মেট্রোপলিটনে একাধিক চুরি মামলাসহ  ১১টি মামলা রয়েছে। তিনি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শামীম আহমেদ জানান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত একটার দিকে দেউলী সুবিদখালী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তার মিস্ত্রির বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে।

সাত্তার মিস্ত্রির পরিবার বিষয়টি টের পেয়ে দক্ষিণ কোরিয়ায় কর্মরত তাঁর পুত্র মোঃ কিসলুকে মোবাইল ফোনে জানান। বাড়িতে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল কিসলুর কাছে। তিনি দেখতে পান  সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে রয়েছে। কোনো কাজ করছে না। পরে বাড়ির আশেপাশে প্রতিবেশীদের ফোন করে কিসলু বিষয়টি জানান। প্রতিবেশীরা স্থানীয় মসজিদের মাইক দিয়ে ডাকাত পড়েছে বলে ঘোষণা করেন। এরপর চারদিক থেকে লোকজন ছুটে এলে  ডাকাত দল  ফাঁকা  আওয়াজ ( বিকট শব্দ) করে পালিয়ে যায় ।

পরের দিন বৃহস্পতিবার  বিকালে  মিন্টু শিকদারকে গোলখালী বাজারের পাশে পরনের  জামা কাপড়ে  কাদা মাখা  অবস্থায় এলাকাবাসী দেখতে পান। বিষয়টি সন্দেহ হলে  থানা পুলিশকে অবহিত করেন এলাকাবাসী।

পুলিশ  মিন্টুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে  ডাকাতি চেষ্টার বিষয়টি  স্বীকার করে।

এ বিষয়ে বৃহস্পতিবার রাতে  সাত্তার মিস্ত্রি বাদী হয়ে মিন্টুকে প্রধান আসামি করে  পাঁচজনের নামে মির্জাগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা  দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম আহমেদ বলেন, মিন্টু আন্তজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার নামে একাধিক মামলা রয়েছে।  গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *