উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী):
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে বরিশাল সিটি কর্পোরেশনের রুপাতলী নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আওয়ামীলীগ নেতার নাম মো.শামীম মৃধা (৫২)। তিনি মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলার রামপুর গ্রামের আব্দুল আজিজ মৃধার ছেলে।
পুলিশ জানায়,আওয়ামী লীগ নেতা শামীম মৃধার নামে মির্জাগঞ্জ থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।এসব মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। শুক্রবার রাতে বরিশাল রুপাতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, আওয়ামীলীগ নেতা শামীম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার তাকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেলহাজতে পাঠানো হয়েছে।




