মার্কিন ড্রোন ভূপাতিত করলো সোমালিয়া

সোমালিয়ায় এমকিউ-১সি মডেলের মার্কিন ড্রোন ভূপাতিত করেছে আফ্রিকার খেলাফতবাদী সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব।

আজ শুক্রবার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দক্ষিণ সোমালিয়ায় ড্রোন বিধ্বস্ত হয়েছে মর্মে পোস্ট দেয় আমেরিকান সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড আফ্রিকম।

পোস্টে উল্লেখ করা হয়, ইউএস সেনাবাহিনী পরিচালিত এমকিউ-১সি মডেলের একটি ড্রোন দক্ষিণ সোমালিয়ায় গত ৫ নভেম্বর স্থানীয় সময় আনুমানিক ১২:৪০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। আমাদের মনে হচ্ছে না ভূপাতিত করার লক্ষ্যে কারো গুলি চালানোর ফলে এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয়েছে। তবুও তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। আরও তথ্য হাতে আসার পর তা প্রকাশ করা হবে।

অপরদিকে আফ্রিকান দেশটির দক্ষিণের নিম্ন শাবেল অঞ্চলের গভর্নর আব্দুল কাদির মুহাম্মদ নূর বলেন, বুলামারির একটি শহরে আকাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি দেখতে পেয়ে গুলি চালাতে শুরু করে শাবাব গোষ্ঠীর সদস্যরা। এক পর্যায়ে তারা ড্রোনটিতে আঘাত হানতে সক্ষম হয় এবং ড্রোনটি বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, সোমালিয়াকে বিদেশী শক্তির হাত থেকে পরিপূর্ণভাবে দখলমুক্ত করে স্বাধীনতা অর্জন ও তালেবান নেতৃত্বাধীন ইমারাত সরকারের ন্যায় রাষ্ট্রীয়ভাবে শরীয়াহ আইন প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব। আন্তর্জাতিক সম্প্রদায় ও পশ্চিমারা আফগান তালেবানের ন্যায় এই গোষ্ঠীটিকেও আল-কায়েদার অঙ্গসংগঠন মনে করে থাকে।

বর্তমানে সোমালিয়ার বেশকিছু অঞ্চলে গোষ্ঠীটির নিয়ন্ত্রণ রয়েছে। যেখানে তারা শরীয়াহ আইন কার্যকর করেছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর, রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *