যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশ তিন ধাপ পিছিয়েছে। বুধবার (৮ জানুয়ারি) এ বছরের শক্তিশালী পাসপোর্ট সূচকের ভিত্তিতে তালিকা প্রকাশ করেছে হেনলি।
পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে ১০০তম। একই অবস্থানে আছে ফিলিস্তিন ও লিবিয়া। ২০২৪ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম।
সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশ ভ্রমণ করতে পারেন।
এবারের সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর এবং এরপরেই জাপানের অবস্থান। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে যৌথভাবে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া ও স্পেন।
একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী ছিল যুক্তরাষ্ট্র। তবে এখন তা ৯ম স্থানে অবস্থান করছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮৫ ও পাকিস্তান অবস্থান করছে ১০৩তম স্থানে। দেশ দুটির পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় যথাক্রমে ৫৭ ও ৩৩টি দেশে। এছাড়া মালদ্বীপ ৫৩তম ও শ্রীলঙ্কার অবস্থান ৯৬তম স্থানে।
উল্লেখ্য, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।